ঢাকা | মে ৩, ২০২৫ - ৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম

অ্যাড. গোলাম আরিফ টিপুর মৃত্যুতে ফজলে হোসেন বাদশার শোক

  • আপডেট: Friday, March 15, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

শুক্রবার এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

শোক বার্তায় ভাষাসৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর জীবনের স্মৃতিচারণ করে ফজলে হোসেন বাদশা বলেন, ৫২ এর ভাষা আন্দোলন থেকে তিনি ধারাবাহিকভাবে এদেশের অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে সমুন্নত ও প্রগতিশীল রাজনীতিকে শক্তিশালী এবং কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান রাজশাহীসহ বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের সকলেই আজীবন স্মরণ রাখবে বলে বিশ্বাস করি।

শোক বার্তায় জাতীয় রাজনীতিক ফজলে হোসেন বাদশা ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS