ঢাকা | মে ২, ২০২৫ - ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

  • আপডেট: Thursday, March 14, 2024 - 8:29 pm

অনলাইন ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার সোয়া সাতটার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেন খালেদা জিয়া।

এর আগে বুধবার সন্ধ্যার পর হাসপাতালে নেওয়া হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে বাসায় আনা হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষা জন্য এভারকেয়ারে গিয়েছিলেন খালেদা জিয়া। ওইদিন হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে তার স্বাস্থ্য পরীক্ষা করা করা হয়। পরে সেদিন রাতেই গুলশানের বাসভবনে ফিরেন তিনি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS