ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৫:২৩ অপরাহ্ন

দ্রব্যমূল্য কমানোর দাবিতে ওয়ার্কার্স পার্টির লিফলেট বিতরণ

  • আপডেট: Thursday, March 14, 2024 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: ‘জনগণের স্বস্তি আনো, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করো’ এই স্লোগানকে সামনে রেখে ১২ দফা দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার সকালে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানার উদ্যোগে শহরের শহিদ জামিল স্মৃতি সংসদ চত্বর থেকে হড়গ্রাম বাজার হয়ে দিগন্ত প্রসারি মোড় পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন ওয়ার্কার্স পার্টির নেতারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মহানগর সদস্য আব্দুল খালেক বকুল, সীতানাথ বনিক, জেলা কমিটির সদস্য কামরুল হাসান সুমন, পার্টি কাশিয়াডাঙ্গা থানা সভাপতি শামীম ইমতিয়াজ, সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলু, কাশিয়াডাঙ্গা থানার সম্পাদক মন্ডলীর সদস্য আদিলুজ্জামান আদিল, সাহারুল ইসলাম টিয়া, ১ নম্বর ওয়ার্ড পার্টি নেতা মিজান উদ্দিন, খোরশেদ আলম, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আকবর আলী লালু, কাশিয়াডাঙ্গা থানা সদস্য আলাউদ্দিন, যুবমৈত্রী মহানগরের নেতা আরিফ হোসেন, ৩ নম্বর ওয়ার্ড সম্পাদক মন্ডলীর সদস্য জাবেদ আলী, ৭ নম্বর ওয়ার্ড পার্টির নেতা সিরাজ হোসেন, ২ নম্বর ওয়ার্ড পার্টির নেতা সাকের আলী প্রমুখ।

সোনালী/জেআর