ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ২:৩৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে নবাগত ইউএনও’র যোগদান

  • আপডেট: Wednesday, March 13, 2024 - 10:45 pm

মিজান মাহী, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করছেন স্বীকৃতি প্রামাণিক।

আজ বুধবার প্রথম কর্মদিবসের মধ্যদিয়ে তিনি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করেন। এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

নতুন কর্মস্থলে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিদায়ী ইউএনও আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃঞ্চ চন্দ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, উপজেলা-ইউনিয়ন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গরা ফুলেল শুভেচ্ছা জানান এ কর্মকর্তাকে।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, নবাগত ইউএনও স্বীকৃতি প্রামাণিক চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রী ও দেশের বাইরে উচ্চতর ডিগ্রী অর্জন করে। পরে ৩৫তম বিসিএসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার জন্মস্থান নাটোর জেলার লালপুর উপজেলায়।

নবাগত ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। সরকারী সম্পদ রক্ষা ও সরকারী নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন নবাগত এই ইউএনও।

সোনালী/জেআর