ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ২:১৩ পূর্বাহ্ন

কন্যাকেই পাকিস্তানের ফার্স্ট লেডি করলেন আসিফ জারদারি

  • আপডেট: Tuesday, March 12, 2024 - 9:00 pm

অনলাইন ডেস্ক: সাধারণত রাষ্ট্রের ফার্স্ট লেডি হয়ে থাকেন প্রেসিডেন্টের স্ত্রী।

কিন্তু পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির স্ত্রী বেনজির ভুট্টো প্রয়াত হওয়ায় তাঁর ছোট মেয়ে আসিফা ভুট্টোকেই ফার্স্ট লেডি হিসেবে বেছে নিয়েছেন তিনি।

মঙ্গলবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তথ্য সচিব ফয়সাল করিম কুন্দি এ তথ্য জানান। খবর জিও নিউজের।

কুন্দি বলেন, ফার্স্ট লেডি হিসেবে আসিফার নাম ঘোষণা করা হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসছে। দলের নেতাদের সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

এর আগে গত রোববার আসিফ আলি জারদারি পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ৪১১ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। শপথ গ্রহণের পর থেকেই গুজব রটে, নতুন প্রেসিডেন্ট তাঁর মেয়ে আসিফাকে ফার্স্ট লেডি বানাবেন।

এটি রটার কারণ হলো, জারদারির বড় মেয়ে বাখতাওয়ার ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবি পোস্ট করে এমন আভাসই দিয়েছিলেন।

জারদারির স্ত্রী ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ২০০৭ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।

সোনালী/জেআর