ঢাকা | মে ১১, ২০২৪ - ৭:৩০ অপরাহ্ন

শালবাগানে সড়ক ও ফুটপাতের আংশিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট: Monday, March 11, 2024 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: সোমবার শালবাগানে সড়ক ও ফুটপাতের আংশিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রেড লাইসেন্স পরিদর্শনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

সোমবার সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ট্রেড লাইসেন্স পরিদর্শনে অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

পলেটেকনিক কলেজ থেকে শালবাগান বাজার পর্যন্ত রাস্তা ও ফুটপাতের উপরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এসময় উচ্ছেদ করা হয়। তবে শালবাগান বাজারের সামনে ফুটপাতে গড়ে উঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি।

এতে এলাকাবাসির মধ্যে অসোন্তষ দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সোনালী/জেআর