ঢাকা | মে ১১, ২০২৫ - ২:২৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নারী দিবসে রাজশাহীতে মতবিনিময়

  • আপডেট: Monday, March 11, 2024 - 12:00 am

প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ বিকালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা ও দায়রা জজ, রাজশাহীর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ আল আসাদ মো আসিফুজ্জামান।

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির প্রেসিডেন্ট অ্যাডভোকেট সালমা আলী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ আইনজীবী বৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

এ মতবিনিময় সভায় নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে বিষয়ে একমত পোষন করেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS