ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ২:৩৮ অপরাহ্ন

রাজশাহীতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট: Sunday, March 10, 2024 - 9:19 pm

স্টাফ রিপোর্টার: দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছরে পদার্পণে রাজশাহীতে ছিল নানা আয়োজন।

রোববার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে কেক কেটে আয়োজনের শুরু হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ, এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. চিন্ময় কান্তি, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, ইউপি চেয়ারম্যান বেলাল আহমেদ সোহেল, রিডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, উন্নয়নকর্মী সুব্রত পাল।

সোনালী/জেআর