চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দ করা হয় জবাইকৃত ৬০ কেজি গরুর মাংস।
শনিবার সকালে উপজেলার রহনপুর কলেজ মোড় এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যন্যা। অসুস্থ গরুর মাংস বিক্রেতা আবুল কালামকে এ জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, সকালে একটি অসুস্থ গরু জবাই করে বিক্রি করছিলেন মাংস ব্যবসায়ী আবুল কালাম। পরে মাংসের রং ফ্যাকাসে দেখে এবং গন্ধ ছড়িয়ে পড়লে স্থাণীয়রা প্রাণী সম্পদ অফিস ও প্রশাসনকে খবর দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা জানান,‘ স্থানীয় প্রানী সম্পদ অফিস থেকে অনুমতি না নিয়েই সকালে অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ওই মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং মাংসগুলো জব্দ করা হয়।
পরে অসুস্থ মাংসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় এবং জব্দকৃত ওই মাংস সকলের সামনে মাটির নীচে পুতে ফেলা হয়।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী। ভ্রাম্যমান আদালত পরিচালনার কাছে সহযোগিতা করেন রহনপুর পুলিশ ফঁড়ির সদস্যরা।
সোনালী/জেআর