ঢাকা | নভেম্বর ২৮, ২০২৪ - ২:৫২ অপরাহ্ন

গোদাগাড়ীতে তিন বিঘা জমির পেঁয়াজের বীজ কেটে ফেলল দুর্বৃত্তরা

  • আপডেট: Sunday, March 10, 2024 - 12:19 am

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে কালোসোনা খ্যাত পিয়াজের বীজ (থোকা) কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের উচলপাড়ায় তিন বিঘা জমিতে পেয়াজের বীজ তৈরীর জন্য চারা রোপন করে। প্রতিটি চারায় বীজের থোকা ধরেছিল। ১৫-২০ দিনের মধ্যে কাটা মাড়াই শেষে পেয়াজ বীজ সংরক্ষন করা যেত।

এমন সময় শক্রতার জেরে দুর্বত্তরা তিন বিঘা পেয়াজ বীজের চারার মুড়ি কেটে নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় কৃষক মোঃ আব্দুল্লাহ গোদাগাড়ী থানায় সাধারন ডাইরি করেছে।

থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, সাধারণ ডাইরিতে সন্দেহ ভাবে দুইজনের নাম রয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোনালী/জেআর