ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১:৪৫ অপরাহ্ন

বাঘায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩ জন গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, March 6, 2024 - 9:10 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার মাজার এলাকা থেকে বাঘা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো নগরীর টিকাপাড়া গোরস্থান মহল্লার মঞ্জুর রহমানের ছেলে শিমুল হোসেন হৃদয় (২০), একই মহল্লার আলমগীর হোসেনের ছেলে মাহমুদুর হাসান প্রেম (২১), মৃত সজুন আলীর ছেলে জিসান হোসেন আশিক (২৪)।

এ বিষয়ে বাঘা থানার এসআই নাজমুল হোসেন বলেন, চুরি করা মোটরসাইকেল নিয়ে তারা বাঘা মাজার এলাকায় ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন থেকে চুরি পেশার সাথে জড়িত বলে পুলিশের কাছে তারা শিকার করে। তাদের সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

উল্লেখ্য, রাজশাহীর ভদ্রা আবাসিক জামালপুর মহল্লার আবদুর রহমানের ছেলে আবদুর রহিমের বাড়ির সামনে থেকে সোমবার এ্যাপাসি আরটিআর লাল রঙ্গের মোটরসাইকেলটি চুরি হয়। এরপর আবদুর রহিম বাদি হয়ে রাজশাহীর চন্দ্রিমা থানায় সাধারণ ডাইরি (জিডি) করেন।

সোনালী/জেআর