ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১০:৪৪ পূর্বাহ্ন

তাপমাত্রা কমবে না, বরং গরম আরও বাড়বে

  • আপডেট: Wednesday, March 6, 2024 - 10:22 pm

অনলাইন ডেস্ক: গরমের অনুভব এখন প্রতিদিনই পাওয়া যাচ্ছে। সকালের দিকে তাপমাত্রা কম থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই গরমের অনুভূতিও বাড়তে থাকে। গত কিছুদিনে এমন অবস্থাই চলছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা কমবে না বরং গরম আরও বাড়বে।

বুধবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া দপ্তরে দেয়া এক বিজ্ঞপ্তিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই। বরং গরম আরও বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের বার্তা বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবারও (৮ মার্চ) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়ার বার্তায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডের তথ্য জানানো হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১২.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, আরও বাড়তে পারে দিন এবং রাতের তাপমাত্রা।

সোনালী/জেআর