ঢাকা | অক্টোবর ১, ২০২৪ - ৪:৫২ পূর্বাহ্ন

বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

  • আপডেট: Wednesday, March 6, 2024 - 10:19 pm

অনলাইন ডেস্ক: পাংশা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে সৌরভ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে ওই পরীক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।

মৃত সৌরভ পৌর শহরের সত্যজিৎপুর এলাকার আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সৌরভসহ কয়েকজন দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসলে নামে। এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে ডুবে যায় সৌরভ।

স্থানীয়রাসহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়। একই সময় স্থানীয়রা মাছ ধরার বেড় জাল টেনে সৌরভের মরদেহ উদ্ধার করে।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এসএসসি পরীক্ষার্থী সৌরভ বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি।

সোনালী/জেআর