ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১:৩৭ পূর্বাহ্ন

মান্দায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে প্রচারণায় নয় প্রার্থী

  • আপডেট: Monday, March 4, 2024 - 7:10 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন তারা। পছন্দের প্রার্থী নিয়ে ভোটারদের মাঝেও চলছে আলোচনা-সমালোচনা। সবমিলিয়ে জমজমাট হয়ে ওঠেছে ভোটের মাঠ।

এ উপনির্বাচনে চার শিক্ষকসহ নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, নুরুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল বারী সাফি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জোতবাজার মহিলা কলেজের অধ্যক্ষ স্বাধীন কৃষ্ণ রায়, চকউমেদ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জামায়াত নেতা জায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকবর আলী, ইনডেকস টেকনিক্যাল এণ্ড বিএম কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন ও জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজেম উদ্দিন।

এছাড়া আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম ও বিএনপি ঘরোনার মোস্তাকিন হোসেন এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে এবারের উপ-নির্বাচনে ইউনিয়ন পরিষদের কাঙ্খিত সেবা নিশ্চিতসহ সবসময় কাছে পাওয়া যাবে এমন প্রার্থীকেই নির্বাচিত করার আগ্রহ দেখাচ্ছেন তরুণ ভোটারেরা।

নুরুল্লাবাদ গ্রামের ভোটার আবু সাঈদ বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে গ্রামগঞ্জের অধিকাংশ রাস্তাঘাট। লুটপাট হয়ে যায় ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দের সিংহভাগ অর্থ। প্রয়োজনে পরিষদে গিয়ে চেয়ারম্যানকে পাওয়া যায় না। অনেক সময় দিনের পর দিনের হয়রানির শিকার হতে হয়। এসব দিক বিবেচনায় যোগ্য প্রার্থী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, নুরুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে এবারের উপনির্বাচনে আওয়ামী লীগ ঘরোনার পাঁচজন, বিএনপি ঘরোনার দুইজন, জামায়াতের একজন ও স্বতন্ত্র হিসেবে একজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে ২০২১ সালে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বাধীন কৃষ্ণ রায়, গোলাম মোস্তফা ও মোজাফফর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

উপনির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল কবীর বলেন, আগামী ৯ মার্চ নুরুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ইউনিয়নের ভোটার সংখ্যা ২৪,৭৬৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২,৩৮৭ জন ও নারী ভোটার ১২,৩৭৭ জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সবধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

উল্লেখ্য, নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গতবছরের ২১ নভেম্বর মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোনালী/জেআর