ঢাকা | মে ১০, ২০২৫ - ১২:৩৪ পূর্বাহ্ন

হড়গ্রাম মন্দিরে ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুরু

  • আপডেট: Sunday, March 3, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতীর মঙ্গলার্থে উৎসবমুখর পরিবেশে রাজশাহী মহানগরীর কোর্ট হড়গ্রাম এলাকার শ্রীশ্রী রাধিকানাথেশ্বর শিবঠাকুর ও শ্রীশ্রী মদনগোপাল দেবঠাকুর মন্দিরে (হড়গ্রাম মন্দির) ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুরু হয়েছে।

রোববার মন্দিরে মঙ্গল ঘট স্থাপন, শ্রীমদভাগবতগীতা পাঠ ও অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে শুরু হয় এই মহতী অনুষ্ঠান।

গীতা পাঠ করেন শ্রীমতি অর্পনা আঁস। হড়গ্রাম মন্দিরের আয়োজনে আগামীকাল সোমবার অরুনাদয় হতে আগামী বুধবার পর্যন্ত চলবে মহানাম যজ্ঞানুষ্ঠান। নাম কীর্তন পরিবেশন করবেন বাংলাদেশের স্বনামধন্য দল।

বৃহস্পতিবার অরুনোদয় হতে রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। চলবে শুক্রবার পর্যন্ত। শনিবার হবে ভোগ মহোৎসব।

এদিন সকাল ৬টায় লীলা কীর্তন শেষে নগর পরিক্রমা, কুঞ্জুভঙ্গ, দ্বিপ্রহরে শ্রীমন্মহাপ্রভুর ভোগ মহোৎসব। পরে দধিমঙ্গল, প্রসাদ বিতরণ করে হবে মহন্ত বিদায়।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS