ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১০:৫০ অপরাহ্ন

কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে শুদ্ধাচার বই উৎসব

  • আপডেট: Thursday, February 29, 2024 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোয়ান্টাম ফাউন্ডেশন, দুর্গাপুর সেলের সার্বিক তত্ত্বাবধায়নে ও বেলঘরিয়া উচ্চ বিদ্যালয় দুর্গাপুর এর আয়োজনে এক বিশেষ শুদ্ধাচার বই উৎসব পালিত হয়।

ভালো মানুষের ভূষণ শুদ্ধাচার। শুদ্ধাচারী মানুষই ভালো মানুষ। নিজ জীবনের বহুতর করণীয় বর্জণীয়গুলোকে এক সাথে এক মলাটের মাঝে পরিবেশন করেছে ‘‘শুদ্ধাচার’’ প্রকাশনা।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই আলোর বাণী ছাড়িয়ে দেবার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উল্লেখ্য শুদ্ধাচার বই উৎসবে ১৬৫ জন সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ শুদ্ধাচার বই সংগ্রহ করেন।

সোনালী/জেআর