ঢাকা | মে ১৮, ২০২৪ - ২:৩২ অপরাহ্ন

রাবি প্রশাসনের সঙ্গে রাবিসাসের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Wednesday, February 28, 2024 - 7:45 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (রাবিসাস) নবগঠিত কার্যনির্বাহী কমিটি।

বুধবার দুপুর ১টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাৎ করেন রাবিসাস নেতৃবৃন্দ।

রাবিসাসের নবগঠিত কমিটির সভাপতি নোমান ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র রায়ের নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপাচার্য নতুন কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া রাবিসাসের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

এছাড়াও রাবিসাসের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ অবায়দুুর রহমান প্রমাণিককেও ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাবিসাসের সদস্যদের মধ্যে সহ-সভাপতি অর্পণ ধর, যুগ্ম-সাধারণ সম্পাদক ইরফান তামিম, কোষাধ্যক্ষ আসিফ আজাদ সিয়াম, সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর কাদির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আল-মামুন আশিক, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য মাহবুব হাসান, সাকিবুল হাসান ও জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর