ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৫:৪৩ অপরাহ্ন

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

  • আপডেট: Wednesday, February 28, 2024 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ যুবমৈত্রীর রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ।

বুধবার মহানগর যুবমৈত্রীর সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি রায়হান হালিম, সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ ও সাংগঠনিক সম্পাদক মোহায়মিনুল হক রানা এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘‘বিদ্যুতের দাম বাড়ায় মূল্যস্ফীতির ওপর চাপ পড়বে। ব্যবসায়ীরা এমনিতেই নানা অজুহাতে দ্রব্যমূল্য বাড়ায়। এখন রমজানকে সামনে রেখে বিদ্যুতের মূল্যবৃদ্ধির অজুহাতেও তারা দাম বাড়াতে পারে। এর প্রভাব পড়বে জনগণের ওপর।’’

তারা আরও বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে মানুষ এমনিতেই দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। বাজারে দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই চাল, ডাল, তেল, সবজি এবং অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতী মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।’’

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়ার সমালোচনা করে যুবমৈত্রীর নেতারা বলেন, ‘‘স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি ভোক্তাদের প্রতি অন্যায্য। কারণ বিইআরসির গণশুনানি এমন একটি প্রক্রিয়া, যেখানে মানুষ এই জাতীয় পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করতে পারে।’’

এই মুহুর্তে বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানিয়ে তারা বলেন, ‘‘সরকারের কাছে দাবি- গ্যাসের দাম এবং বিদ্যুতের দামটা এমন টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে বৃদ্ধি করবেন না। মানুষ একটু স্থিতিশীল অবস্থায় আসুক, অর্থনীতি একটি সাধারণ অবস্থায় দাঁড়াক, এরপর মূল্যবৃদ্ধির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। তবে এই মুহুর্তে এই সিদ্ধান্ত বাতিল করা উচিত।’’

সোনালী/জগদীশ রবিদাস