ঢাকা | মে ১২, ২০২৫ - ১:৪০ পূর্বাহ্ন

ডাঃ রাজীব শিশু কিশোর উৎসব অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, February 28, 2024 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের অনন্য সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে ডাঃ রাজীব শিশু কিশোর উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার অনুষ্ঠানের শুরুতে ডাঃ রাজীবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

পরে জাতীয় সংগীতের মধ্যে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় ও জেলা সেক্টর কমান্ডারস ফোরামে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ আব্দুল মমিন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মহানগর পিপি অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, আল আকসা ডেভলপারের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, রাঙাপরি ডেভলোপারস এ্যান্ড প্রপার্টিজ-এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ উজ্জ্বল কবির, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস আলী সরদার সেভ দা ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, আবুল বাসার (রাহাত) সাবেকসহ সম্পাদক, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS