ঢাকা | মে ১৪, ২০২৫ - ১:১৩ পূর্বাহ্ন

সাবু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, February 28, 2024 - 10:15 pm

প্রেস বিজ্ঞপ্তি: বুধবার বিকালে নগরীর ফুদকিপাড়া মুন্নুজান স্কুল মাঠে সাবু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জয় স্মৃতি ক্লাব ফুতকি পাড়া ও লোকাল নাইন ষ্টার ক্লাব গৌরাঙ্গার মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় জয় স্মৃতি ক্লাব ফুতকি পাড়া এবং রানার আপ হয় লোকাল নাইন ষ্টার ক্লাব গৌরহাঙ্গা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ টেকন সরকার, শরীফ আলী মুনমুন, বিপন্ন সরকার, শাহ নেওয়াজ সরকার সেডু, গৌতম দাস, চনচল সেন পটা প্রমুখ।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS