ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৪ - ১২:৫৮ অপরাহ্ন

নারী আসনে নির্বাচিত ৫০ জনের নাম গেজেটে প্রকাশ

  • আপডেট: Tuesday, February 27, 2024 - 7:59 pm

অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ৫০ জনের নাম, বাবা/স্বামী ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব মো. জাহাংগীর স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়

এর আগে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মনিরুজ্জামান তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ স্বতন্ত্রদের নিয়ে জোটগতভাবে ৪৮টি আসন এবং জাতীয় পার্টি পেয়েছে দুটি আসন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, নব নির্বাচিতদের শপথ নেওয়ার জন্য গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

সোনালী/জেআর