ঢাকা | জুলাই ১, ২০২৫ - ১:২৬ অপরাহ্ন

রাজশাহীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট: Saturday, February 24, 2024 - 9:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র কাটাখালী থানার বাখরাবাজ গ্রামে অভিযান পরিচালনা করে ৬২ গ্রাম হেরোইনসহ এক কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি ফুলজান বেগম (৫০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী। সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের এক বাড়িতে কতিপয় ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশের ঐ টিম বিকেল সোয়া ৩ টায় কাটাখালী থানার বাখরাবাজ গ্রামে অভিযান পরিচালনা করে আসামি ফুলজান বেগমকে তার বাড়ি থেকে গ্রেফতার করতে পারলেও সেখান থেকে তার ছেলে মুন্না ও স্বামী মুক্তার হেসেন কৌশলে পালিয়ে যায়।

এসময় গ্রেফতারকৃত আসামির বাড়ি তল্লাশি করে ৬২ গ্রাম হেরোইন উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় তারা দীর্ঘদিন যাবৎ হেরোইন বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামি ফুলজান ও তার ছেলে পলাতক আসামি মুন্নার বিরুদ্ধে কাটাখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS