ঢাকা | মে ৬, ২০২৪ - ১০:৫৯ পূর্বাহ্ন

রাজশাহীতে পর্দা নামলো বইমেলার

  • আপডেট: Saturday, February 24, 2024 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শেষ হলো বই মেলা। রাজশাহী নগরীর বড়কুঠি প্রাঙ্গনে ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি ৫ দিন ব্যাপি এই বই মেলার আয়োজন করে সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা।

দেশ বিদেশের নানা লেখকের বই দিয়ে সাজানো হয় মেলার ২২ টি স্টল। মেলার শেষ দিন মেলা প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বুলবুল রাণী ঘোষ।

তিনি বলেন, বই আমাদের জ্ঞানের খোরাক জোগায়। স্বাধীনতাকে অনুধাবন করতে শেখায়।

অন্যান্য অতিথিদের মাঝে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা পাঠাগারের সভাপতি কামারুল্লাহ্ সরকার কামাল, রাজশাহী ফ্লিম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন, সাংবাদিক জাবীদ অপু ও বারসিক আঞ্চলিক সমম্বয়কারী শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর