ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:৫৪ অপরাহ্ন

সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য হতে আবেদন আহ্বান

  • আপডেট: Friday, February 23, 2024 - 9:15 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির মহাসচিব কাজী শাহেদ স্বাক্ষরিত এক বার্তায় এই আহ্বান করা হয়।

বার্তায় বলা হয়, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান আকবারুল হাসান মিল্লাত ও পরিচালক (অর্থ) জাবীদ অপুর কাছ থেকে ফরম সংগ্রহ করা যাবে। আগামী ৫ মার্চ-২০২৪ তারিখের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

বার্তায় বলা হয়, সরকার অনুমোদিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তিন বছরের সাংবাদিকতায় অভিজ্ঞতা আছে, রাজশাহী মহানগরীতে কর্মরত এমন গণমাধ্যমকর্মীরা আবেদন করতে পারবেন।

অপর আরেক বার্তায় জানানো হয়েছে, আগামী ৯ মার্চ নগরীর চৈতীর বাগানে হতে যাওয়া সাংবাদিক কল্যাণ সমিতির ফ্যামিলি ডে-এর চাঁদা পরিশোধের শেষ সময় ২৯ ফেব্রুয়ারি। সদস্যদের নির্ধারিত সময়ে চাঁদা পরিশোধের জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের মহাসচিব।

সোনালী/জেআর