ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:০৩ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা অসুস্থ শরিফ উদ্দিনের পাশে বাদশা

  • আপডেট: Thursday, February 22, 2024 - 11:35 pm

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন শারীরিকভাবে অসুস্থ হয়ে মহানগরীর লক্ষীপুর ঝাওতলা মোড়স্থ নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।

তার অসুস্থতার খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে দেখতে তার বাড়িতে যান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা।

এসময় তিনি বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিনের সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে শরিফ উদ্দিনের দ্রুত রোগমুক্তির কামনা করেন রাজশাহী-২ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এসময় ফজলে হোসেন বাদশার সঙ্গে মহানগর যুবমৈত্রীর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস