ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:০২ পূর্বাহ্ন

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজশাহী এসোসিয়েশনের আলোচনা সভা 

  • আপডেট: Thursday, February 22, 2024 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী এসোসিয়েশন ভবনের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন বক্তারা।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন প্রামাণিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুখেন মুখার্জী।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন এস এম রেজাউল ইসলাম ও প্রফেসর ড. সীমা সরকার। সঞ্চালনা করেন অ্যাড. নুরুল ইসলাম সরকার।

বক্তব্য রাখেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্রফেসর ড. ফরিদা সুলতানা, আলহাজ্ব হাসেন আলী, মতিউর রহমান। এসময় রাজশাহী এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর