ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ২:৫৭ অপরাহ্ন

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বাংলাদেশকেও ভাগ দেবে ভারত

  • আপডেট: Tuesday, February 20, 2024 - 9:10 pm

অনলাইন ডেস্ক: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে ভারত ইচ্ছুক বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাই কমিশন আয়োজিত ‘ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট – এসআইডিই-২০২৪’ বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।

সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এম আর শামীম।

হাই কমিশনার উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতার বিস্তৃত দিকসমূহ ভাগ করে নিতে ইচ্ছুক ভারত। যার মধ্যে রয়েছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি।

এসময় তিনি প্রতিরক্ষা উৎপাদন খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে উন্নীত করার প্রস্তাবও রাখেন।

হাই কমিশনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেইক ইন ইন্ডিয়া’ ও ‘মেইক ফর দ্য ওয়ার্ল্ড’ এর দর্শনে গত এক দশক ধরে পরিচালিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তুলে ধরেন। যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগকে উৎসাহিত করেছে এবং ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।

হাই কমিশনার এসআইডিইকে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে বর্ণনা করেন। যার মধ্যে ভারত সরকার কর্তৃক বাংলাদেশ সরকারকে প্রদত্ত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা লাইন অব ক্রেডিটের ব্যবহার অন্তর্ভুক্ত।

সোনালী/জেআর