ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৬:০১ অপরাহ্ন

ওষুধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি রাজশাহীতে

  • আপডেট: Tuesday, February 20, 2024 - 5:45 pm

অনলাইন ডেস্ক: ওষুধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলমের সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। এসময় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচি থেকে ওষুধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, অবৈধ বাজার সিন্ডিকেট ভাঙা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে পৃথক একটি ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় গঠন করার দাবি জানানো হয়।

সোনালী/জেআর