ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৬:৩৭ অপরাহ্ন

প্রয়াত ওয়ার্কার্স পার্টির নেতা রানার পরিবারের পাশে বাদশা 

  • আপডেট: Thursday, February 15, 2024 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: ছাত্রমৈত্রীর সাবেক নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতিহার থানার সম্পাদকমণ্ডলির সদস্য সদ্য প্রয়াত সোহেল রানার পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিন তিনি সোহেল রানার বাড়িতে যান। পরে ফজলে হোসেন বাদশা সোহেল রানার পরিবারের সঙ্গে বিশ কিছুক্ষণ সময় কাটান এবং তাদের সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন।

স্বজন হারানোর পর ফজলে হোসেন বাদশাকে পাশে পেয়ে সোহেল রানার পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় সাবেক এমপি ফজলে হোসেন বাদশা সবসময় সোহেল রানার পরিবারের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

প্রসঙ্গত, গত রোববার ভোর সাড়ে চারটায় মহানগরীর কাজলা এলাকায় নিন বাসভবনে মৃত্যুবরণ করেন সাবেক ছাত্রনেতা ও ওয়ার্কার্স পার্টির মতিহার থানার সম্পাদকমণ্ডলির সদস্য সোহেল রানা। প্রয়াত রানা ছাত্রজীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস