ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১০:০৮ পূর্বাহ্ন

রাজশাহীতে শাহীন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • আপডেট: Sunday, February 11, 2024 - 9:15 pm

প্রেস বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী শাহীন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের আউটারে সকাল আটটায় বেলুন উড়িয়ে ক্রিড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ.ম. সাজু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহীন স্কুল রাজশাহী শাখার পরিচালক শাহেদ হাসান, আব্দুল্লাহ আল মামুন ও হাবিবুর রহমান।

সোনালী/জেআর