ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:৫২ পূর্বাহ্ন

কেশরহাট উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান

  • আপডেট: Sunday, February 11, 2024 - 10:32 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিদ্যালয় চত্বরে কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাগীরা হুসনা শাপলা ও নাজমা খাতুনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন কেশরহাট ডিগ্রি কলেজের অবসারপ্রাপ্ত অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত শিক্ষক রিয়াজুল ইসলাম রিয়াজ, সহকারী শিক্ষক খোরশেদ আলম, মোহনপুর উপজেলা পুলিশ বিভাগের ট্রাফিক সার্জেন আব্দুর রাজ্জাক, কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ রানা, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মহাসিন আলী, উজ্জ্বল প্রমুখ।

সোনালী/জেআর