ঢাকা | মে ১০, ২০২৪ - ৮:১৩ পূর্বাহ্ন

নৃত্য ঝংকারে রাজশাহীতে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড হিন্দি ডে’

  • আপডেট: Saturday, February 10, 2024 - 9:22 pm

স্টাফ রিপোর্টার: নৃত্যের ঝংকার আর তালে তালে সহকারি হাই কমিশন ইন্ডিয়া, রাজশাহী ও নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর যৌথ আয়োজনে রাজশাহীতে ওয়ার্ল্ড হিন্দি ডে (ডড়ৎষফ ঐরহফর উধু) উদযাপিত হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর ভিক্টোরিয়া রোডের হেলালুন ভবনে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী’র নিজস্ব মিলনায়তনে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উত্তরবঙ্গের প্রখ্যাত নৃত্য গুরু হাসিব পান্না’র সভাপতিত্বে ও রাজশাহী বেতারের উপস্থাপক সিরাজী ফেরদৌস ইমন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাই কমিশনার মনোজ কুমার।

অনুষ্ঠানে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর ক্ষুদে নৃত্য শিল্পীরা ওয়ার্ল্ড হিন্দি দিবস এবং তাদের জেষ্ঠ্য শিল্পীরা ভারতের দেশাত্মবোধক হিন্দি গানের সাথে নৃত্যশৈলী পরিবেশনের মাধ্যমে আয়োজনকে প্রাঞ্জল করে। এর মাঝে মাঝে চলছিল গুণী আলোচকদের কথামালা। অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল উপমহাদেশের প্রখ্যাত বেহালা বাদক প্রফেসর ইকবাল মতিনের বেহালার সুরে “মেরা জুতা হে জাপানি সহ বেশ কয়েকটি হিন্দি গানের সুর।

এসময় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী’র ক্ষুদে শিল্পীদের মধ্যে নওরীন, মাইশা, দিয়া, সুবাহ্, অরিত্রি, নুসরাত, দিয়া নাথ, উপমা, শাজিয়া আফরিন,নেহা ঘোষ, সানজিয়া আরিফ ও অথৈ অংশ গ্রহন করে। নৃত্য পরিচালনা করেন আয়েশা আক্তার ডালিয়া। অনুষ্ঠান নিয়ন্ত্রনে ছিলেন নূর হোসেন মিন্টু ও আরিফ চৌধুরী। সহযোগিতায় ছিলেন গ্রীন প্লাজা রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. অলিউল আলম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানিবিজ্ঞানী, প্রখ্যাত বেহালাবাদক ও রুয়েট’র প্রফেসর ইকবাল মতিন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শফিকুন্নবী সামাদী, সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, রাজশাহী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন ও সহকারি হাই কমিশন অফিসের কর্মকর্তা গৌতম মন্ডল।

আয়োজকদের পক্ষে নৃত্যগুরু হাসিব পান্না বলেন, আমাদের মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধার পাশাপাশি পৃথিবীর সকল ভাষার প্রতি আমরা নিশ্চয়ই শ্রদ্ধা জানাতে কার্পণ্য করিনা। তার-ই দৃষ্টান্ত সরূপ নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী ভারতীয় সহকারী হাই কমিশনের আয়োজন “ওয়ার্ল্ড হিন্দি ডে” তে হয়েছে একাত্ম।

সোনালী/জেআর