ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৫:৫৩ অপরাহ্ন

শহিদ জামিল স্মৃতি সংসদ ও ব্রিগেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: Thursday, February 8, 2024 - 8:55 pm

স্টাফ রিপোর্টার: শহিদ জামিল আখতার রতন স্মৃতি সংসদ ও শহিদ জামিল ব্রিগেডের যৌথ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কোর্ট এলাকার জামিল আখতার রতন স্মৃতি সংসদে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শহিদ জামিল ব্রিগেডের সভাপতি ও মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, জামিল ব্রিগেডের সমন্বয়কারী ও নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জামিল ব্রিগেডের যুগ্ম সমন্বয়কারী ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, জামিল আক্তার রতন স্মৃতি সংসদের আহ্বায়ক ও নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য আব্দুল মতিন, জামিল আক্তার রতন স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য মনির উদ্দিন পান্না, নগর ওয়ার্কার্স পার্টির সদস্য আবদুল খালেক বকুল, সীতানাথ বনিক, সাবেক ছাত্রনেতা ও যুবমৈত্রীর কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক হাফিজুর রহমান সাগর, রাজপাড়া থানা সদস্য খোরশেদ আলম, বোয়ালিয়া থানা পশ্চিমের সাধারণ সম্পাদক শাহিন শেখ প্রমুখ।

সোনালী/জেআর