ঢাকা | মে ৮, ২০২৫ - ১:৩৬ পূর্বাহ্ন

ফের হাসপাতালে খালেদা জিয়া

  • আপডেট: Thursday, February 8, 2024 - 7:00 pm

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তাকে বহকারী গাড়িটি।

এর আগে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান-২ নম্বরের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু শারীরিক জরুরি পরীক্ষা-নিরীক্ষায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS