ঢাকা | মে ৩, ২০২৫ - ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

নারায়ণগঞ্জে ক্লিনিকের টাকা নিয়ে পালানো কর্মচারী রাজশাহীতে গ্রেপ্তার

  • আপডেট: Thursday, February 8, 2024 - 9:03 pm

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার একটি ক্লিনিকে তত্ত্বাবধায়ক হিসেবে চাকরি করা আবদুল মালেককে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে রাশাহীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ক্লিনিক থেকে ১৯ লাখ ৯০ হাজার ৯১৫ টাকা নিয়ে লাপাত্তা হয়েছিলেন তিনি। মালেকের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া এলাকায়।

বুধবার রাত ১০টার দিকে র‌্যাবের একটি দল পাকুড়িয়ার নিজ বাড়ি থেকে মালেককে গ্রেপ্তার করে। এ সময় তার বাড়ি থেকে ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

মুনীম ফেরদৌস বলেন, নারায়ণগঞ্জের চাষাড়ার মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডে এক যুগ ধরে কর্মরত ছিলেন মালেক। গত ১ ফেব্রুয়ারি রাতে তিনি টাকা নিয়ে পালিয়ে আসেন।

এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি মালিকপক্ষ নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করে। এ মামলায় মালেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

সোনালী/জেআর

 

Hi-performance fast WordPress hosting by FireVPS