ঢাকা | মে ৮, ২০২৫ - ২:০৩ পূর্বাহ্ন

পরিবেশ রক্ষায় কেন্দ্রীয় কমিটির সাথে জেলা বাপার মতবিনিময়

  • আপডেট: Thursday, February 8, 2024 - 7:10 pm

স্টাফ রিপোর্টার: নদী নালা খাল দখল মুক্ত ও পরিবেশ রক্ষায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় কমিটির সাথে রাজশাহী জেলা বাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর পানি উন্নয়ন বোর্ডে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রাজশাহী জেলা বাপার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রাজশাহীতে সড়ক পথে বেশি খরচের কারণে অনেক কোম্পানি আসতে চায় না। পানি পথ সচল থাকলে আমাদের এই খরচ কমতো বিনোয়োগ বাড়তো। ফলে জাতীর অর্থনীতিতে আমারও ভূমিকা রাখতে পারবো। তার বলেন, নদী দুষণ বাড়ছে। নদীতে বর্জ্য আবর্জনা ফেলা হচ্ছে। রাজশাহী শহরের ক্লিনিকের বর্জ্য চলে যাচ্ছে বারনয় নদীতে। সেই পানি দিয়ে হচ্ছে চাষাবাদ। আমরা আন্দোলন করলে হয়তো ক্ষনিকের জন্য বন্ধ হয় আবারো সেটি চালু হয়।

এই নদীগুলোকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। তারা আরো বলেন, এক সময় পুকুরের শহর ছিলো রাজশাহী। রাতারাতি যাদুর মত এই পুকুর নষ্ট করা হয়েছে। কিচ্ছু করার নেই। বাঁধ ও দখল হয়েছে। রাজশাহীর বাঁধে ৬০০সহ সারা রাজশাহী বিভাগ যুড়ে প্রায় ৩ হাজার দখলদার আছে। আমাদের পরিবেশ ফিরিয়ে আনতে তাই নদী নালা খাল দখল মুক্ত করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাপার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি স্থপতি ইকবাল হাবিব, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আলমগীর কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, রাজশাহী জেলার সভাপতি জামাত খান, সাধারণ সম্পাদক হেমাতুল ইসলাম আরিফ, সহ সভাপতি সেলিনা বেগম, অর্থ সম্পাদক কেএম জুবায়েদ হোসেন জিতু গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম , গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়ক ফাহমিদা নাজনিন।

এছাড়াও পরিবেশ ও উন্নয়কর্মী সুভাস চন্দ্র হেব্রম, সম্রাট রায়হান, আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS