ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:০১ অপরাহ্ন

রাজশাহী রেল স্টেশনে যাত্রীর ঘুষিতে আনসার সদস্য নিহত

  • আপডেট: Thursday, February 8, 2024 - 11:50 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেল স্টেশনে যাত্রীর ঘুষিতে আনসার সদস্য মাইনুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।

তর্কাতর্কির এক পর্যায়ে যাত্রী তাকে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই পড়ে গিয়ে তার মৃত্যু হয়। নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে।

রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ‌‘রাত ৯টার দিকে স্টেশনে কয়েকজন যুবব ঘোরাঘুরি করছিল। ওই সময় আনসার সদস্য নিষেধ করলে তারা তর্কাতর্কিতে জড়ায়।

একপর্যায়ে আনসার সদস্য মাইনুলকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। রাত সোয়া ৯টায় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

স্টেশন ম্যানেজার জানান, ‘এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। সিসি ক্যামেরা দেখা হচ্ছে। পুলিশ এসেছে। একজনকে আটক করেছে শুনেছি।’

এ বিষয়ে রেলওয়ে থানার ওসি গোপাল কুমারকে ফোন করেও পাওয়া যায়নি।

সোনালী/জেআর