ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৯:৩৪ অপরাহ্ন

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিলেন পুলিশ কমিশনার

  • আপডেট: Tuesday, February 6, 2024 - 9:22 pm

স্টাফ রিপোর্টার: অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার।

আজ মঙ্গলবার সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অ্যাসোসিয়েশন “মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান” অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনার মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ ড. মো: গোলাম মাওলাসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

সোনালী/জগদীশ রবিদাস