ঢাকা | মে ৩, ২০২৫ - ৪:০৪ পূর্বাহ্ন

ডেঙ্গুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট: Tuesday, February 6, 2024 - 4:00 pm

অনলাইন ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারা গেছেন।

সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক জাকির হোসেন নিশ্চিত করেছেন।

মৃত শিক্ষার্থীর নাম মুরাদ আহমেদ মৃধা। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মো. সাত্তার মৃধার ছেলে।

অধ্যাপক জাকির হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় মুরাদ। তবে তার অসুস্থতার কথা তেমন কেউ জানত না।

আজ সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কিছুক্ষণ আগেই মরদেহটি তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ২৫ জানুয়ারি মুরাদ তার ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায়। কিন্তু কেউ বিভাগকে অবহিত করেনি। বিভাগ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে হয়তো তাকে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেত।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS