ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৯:২৯ অপরাহ্ন

পবা দলিল লেখক সমিতির মৃত্যুকালীন অনুদান প্রদান

  • আপডেট: Monday, February 5, 2024 - 5:00 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে মৃত্যুকালীন অনুদান প্রদান করা হয়েছে।

আজ সোমবার মৃত সাইদুর রহমানের পরিবারকে এ অনুদান দেয়া হয়।

পবা দলিল লেখক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা সাব-রেজিস্ট্রার মোসা. আয়েশা সিদ্দিকা। বিশেষ অতিথি ছিলেন দলিল লেখক ও হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেবর আলী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সবুজ, সহসভাপতি শফিকুল ইসলাম, মুক্তাদুল ইসলাম মুকিত, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, সদস্য ফিরোজ কবির রমজান ও শামসুদ্দিন।

 

সোনালী/জগদীশ রবিদাস