ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১১:০৯ অপরাহ্ন

আগামীকাল রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী

  • আপডেট: Monday, February 5, 2024 - 10:00 pm

তথ্যবিবরণী: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি আগামীকাল মঙ্গলবার দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসছেন।

তিনি বিমানযোগে বিকাল পৌনে পাঁচটায় রাজশাহী এসে পৌঁছাবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় মন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়ছার রহমান অডিটোরিয়ামে রাজশাহী বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

পর দিন বুধবার শিক্ষামন্ত্রী সকাল আটটায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন।

বিকাল তিনটায় তিনি রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এবিভাগের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। মন্ত্রী ওই দিন সন্ধ্যা ছয়টায় ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।

সোনালী/জগদীশ রবিদাস