ঢাকা | মে ১৬, ২০২৫ - ১:২০ পূর্বাহ্ন

শিরোনাম

মিয়ানমার থেকে গুলিবিদ্ধ আরও ৯ জন পালিয়ে এলো বাংলাদেশে

  • আপডেট: Sunday, February 4, 2024 - 9:00 pm

অনলাইন ডেস্ক: মিয়ানমারে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরও ৯ জন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে এসেছেন।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে দুই দফায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩৮ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন আজ রোববার রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, আশ্রয়ের জন্য বিজিপি সদস্যরা আসার পর দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ৪ জন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে আসেন।

এর এক ঘণ্টা পর সাড়ে ৩টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আরও ৫ জন একই সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

গুলিবিদ্ধ ৯ জনকে চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS