ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১০:৫৭ পূর্বাহ্ন

দ্রব্যমূল্য কমানোর দাবিতে ওয়ার্কার্স পার্টির মিছিল

  • আপডেট: Saturday, February 3, 2024 - 7:00 pm

স্টাফ রিপোর্টার: চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটি। শনিবার বিকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ মিছিলটি আবারো দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়ার পরেও কোন কারণে দ্রব্যমূল্যের দাম কমছে না; সাধারণ মানুষ তা জানতে চায়! দ্রব্যমূল্যের দাম লাগামহীন থাকায় দেশের শ্রমজীবী ও গরীব মানুষ কীভাবে তাদের দিন পার করছে; তা নিয়ে কারও তেমন কোন কার্যক্রম দৃশ্যমান নয়। এভাবে বেশি দিন চলতে থাকলে গরীব মানুষের অবস্থা কি হবে- তা আর বলার অপেক্ষা রাখে না। অতি দ্রুত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

নির্বাচন পরবর্তী ষড়যন্ত্র মোকাবিলা করতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ায় আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, যারা মনে করছে- দেশে থেকে সাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধবিরোধী শক্তিরা হারিয়ে গেছে; তারা বোকার স্বর্গে বাস করছে। দেশ ও জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হলে আদর্শগত প্রাসঙ্গিক রাজনীতিকে কার্যকর করতে হবে।

সমাবেশে পরিচালনা করেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। বক্তব্য দেন, মহানগর সম্পাদকমণ্ডলির সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনির উদ্দীন পান্না, মনিরুজ্জামান মনির, মহানগর সদস্য আলমগীর হোসেন, সীতানাথ বণিক, কাশিয়াডাঙা থানার সভাপতি শামীম ইমতিয়াজ, শাহমখদুম থানার সভাপতি আমিনুল ইসলাম রেজা, বোয়ালিয়া পশ্চিমের সাধারণ সম্পাদক শাহীন শেখ, মহানগর ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক বিজয় সরকার প্রমুখ।

সোনালী/জেআর