ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:১৯ পূর্বাহ্ন

রাতে প্রেমিকাকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, ভোরে মৃত্যু

  • আপডেট: Friday, February 2, 2024 - 4:00 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর কলাবাগানে আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম সাব্বির হোসেন (২৬)।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার এসআই মিঠুন দাস।

তিনি বলেন, সাব্বির হোসেন গতকাল রাতে প্রেমিকাকে নিয়ে কলাবাগানে একটি আবাসিক হোটেলে উঠেন। সেখানে তার প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হয়। পরে তিনি পাশে থাই গ্লাস আটকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন।

পরে তার প্রেমিকার চিৎকারে আশপাশের লোকজন আসেন। তারা তাকে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে তাকে শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। তবে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায়, সাব্বির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

সাব্বিরের ফুফাতো ভাই রায়হান জানান, সাব্বির বরিশালের বাবুগঞ্জ উপজেলার বকিয়াদি মীরগঞ্জ গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। বর্তমানে শুক্রাবাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তেমন কিছু করতেন না।

সোনালী/জেআর