ঢাকা | মে ১২, ২০২৫ - ৩:০১ পূর্বাহ্ন

দুর্গাপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষকের মৃত্যু, গ্রেপ্তার ৩

  • আপডেট: Tuesday, January 30, 2024 - 7:59 pm

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত কৃষক খলিলুর রহমান (৫৪) মারা গেছেন। সে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের বখতিয়ারপুর হাজিপাড়া গ্রামের মৃত মরু চৌকিদারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীর স্বামী স্ত্রী সন্তানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বখতিয়ারপুর হাজিপাড়া গ্রামের ইনছের আলী (৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০), সন্তান মোনজেদ আলী (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম।

ওসি জানান, খলিল সোমবার রাত ৯টার দিকে রাজশাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান। এ ঘটনায় ওই রাতেই নিহতের শ্বশুর বাদি হয়ে থানায় ৩জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরে থানার উপ-পরিদর্শক নাসির হোসেন অভিযান চালিয়ে অভিযুক্ত ইনছের, মনোয়ারা, মোনজেদকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, বাড়ির রাস্তা নিয়ে প্রতিবেশী মুনজের আলীর সঙ্গে গত রোববার বিকালে দ্বন্দ্ব বাধে খলিলের। এ সময় দুজনের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে খলিলের মাথায় আঘাত করেন প্রতিবেশী মোনজেদ আলী।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত খলিলের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS