ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:৪৯ পূর্বাহ্ন

সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার পর যুবকের আত্মহত্যা

  • আপডেট: Tuesday, January 30, 2024 - 10:06 pm

অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ায় সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছেন নাইম উদ্দিন নামের এক যুবক।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাভারের আশুলিয়ার কাইচাবাড়ি মহল্লা গফুর মণ্ডলের মালিকানাধীন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাইম উদ্দিন নাটোর জেলার সদর থানার মকিনপুর মহল্লার জামাল উদ্দিনের ছেলে। অন্যজন নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সরদারের মেয়ে মিম।

স্থানীয়রা জানান, দেড় বছর আগে মিম ও নাইম দম্পতির বিচ্ছেদ হয়। পরে নাইম আবার বিয়ে করে। হঠাৎ করে নাইম মিমকে আবার বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মিম এ প্রস্তাবে রাজি হয় না।

মঙ্গলবার দুপুরে নাইম মিমের ভাড়া বাসায় আসেন। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিমকে ছুরিকাঘাত করে নাইমও আত্মহত্যা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। সেখান থেকে সুরতহাল করে নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সোনালী/জেআর