ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ২:৫০ অপরাহ্ন

বাংলাদেশে রাজবন্দিদের মুক্তি চায় জাতিসংঘ

  • আপডেট: Tuesday, January 30, 2024 - 8:19 pm

অনলাইন ডেস্ক: অভিযোগ গঠন করা না হলে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ব্রিফিংয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়– অভিযোগ ছাড়া রাজনৈতিক দলের কর্মীদের বন্দি রাখা হচ্ছে এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের মতো মহাসচিব কি এসব বন্দিকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে বলেছেন?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ নীতিগতভাবে বিশ্বাস করে, রাজনৈতিক মতামত প্রকাশের জন্য মানুষকে কখনোই জেলে দেওয়া উচিত নয় এবং তাদের মুক্তি দেওয়া উচিত, বিশেষ করে যদি তারা অভিযুক্ত না হন।

সোনালী/জেআর