ঢাকা | মে ১৯, ২০২৫ - ১০:১৪ পূর্বাহ্ন

১৯ দিনে এলো ১৩৬ কোটি ৪১ লাখ ডলার

  • আপডেট: Sunday, January 21, 2024 - 7:32 pm

অনলাইন ডেস্ক: নতুন বছরে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকলো। চলতি মাসের প্রথম ১৯ দিনে এলো ১৩৬ কোটি ৪১ লাখ ৪০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৯৩৭ কোটি টাকা।

রোববার (২১ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, জানুয়ারির ১৯ দিনে প্রতিদিন গড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৮৪২ ডলার, যা আগের মাস ডিসেম্বর ও আগের বছর জানুয়ারি মাসের চেয়ে বেশি।

আগের মাস ডিসেম্বর ও আগের বছরের জানুয়ারিতে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৬ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ডলার ও ৫ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৬৬৬ ডলার।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯ দিনে ৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার, বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার। আর দেশে ব্যবসা করা বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার।

একক ব্যাংক হিসেবে সর্বাধিক প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে ৪৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার এসেছে। দ্বিতীয় সর্বাধিক প্রবাসী আয় এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে। এর মাধ্যমে এসেছে ৮ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলার।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে জনতা ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে চার কোটি ৭৪ লাখ ৯০ হাজার ডলার।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS