ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৯:৫৫ অপরাহ্ন

নওগাঁয় ভোট কেন্দ্রে আগুন দিল দুর্বৃত্তরা

  • আপডেট: Saturday, January 6, 2024 - 9:15 pm

অনলাইন ডেস্ক: নওগাঁ শহরের মরছুলা বালিকা উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে কেন্দ্রটি পরিদর্শন করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হাসমত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে আগুন ছুড়ে মাড়ে। এসময় আগুনে কেন্দ্রের ৪ নম্বর বুথের গোপন কক্ষ পুড়ে যায়।

আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার ও পুলিশ সদস্যরা পানি ঢেলে নিভিয়ে ফেলেন।

জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্যই এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানান তিনি।

সোনালী/জেআর