ঢাকা | নভেম্বর ২৬, ২০২৪ - ৫:৫৪ অপরাহ্ন

ট্রেনে আগুনের ঘটনায় এমপি বাদশার নিন্দা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • আপডেট: Saturday, January 6, 2024 - 12:01 am

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে।

শুক্রবার রাতের এ ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ট্রেনের চারটি কামরা পুড়ে গেছে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি বর্বর এই ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি তোলেন।

বিবৃতিতে তিনি দেশে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশকে যারা অস্থিতিশীল করার জন্য সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে; তারা জাতির শত্রু, দেশের শত্রু। যারা মানুষ পুড়িয়ে মারার মধ্যে দিয়ে ক্ষমতা দখল করতে চায়; তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।

সোনালী/জগদীশ রবিদাস